সম্প্রতি এফটিএক্স এক্সচেঞ্জার এর ইন্সিডেন্ট এর পর আমি এফটিএক্স এর মতন উইথড্রয়াল ফি ফ্রি অন্য কোন এক্সচেঞ্জার খুঁজে পাচ্ছি না আপনাদের কারো এফটিএক্স এক্সচেঞ্জারের মতন লো উইথড্রয়াল ব্যবস্থা রয়েছে এমন কোন বিশ্বস্ত এক্সচেঞ্জারের নাম জানা থাকলে আমাকে দয়া করে সাজেস্ট করুন।
এফ টি এক্স এর মতন একই এক্সচেঞ্জার খোঁজার পরিবর্তে আমি আপনাকে সাজেস্ট করব বাইনান্স , কু কয়েন, ক্র্যাকেন এক্সচেঞ্জার ব্যবহার করার , তা ছাড়া আমি আপনাকে আরেকটি সহজ উপায় বলে দিচ্ছি উইড্র ফি কমানোর জন্য যেমন ধরুন আপনি আপনার এক এক্সচেঞ্জার থেকে অন্য এক্সচেঞ্জারে ফান্ড ট্রান্সফার করবেন সেক্ষেত্রে পদ্ধতি ফলো করতে পারেন-
বর্তমানে TRX কয়েনটি অনেকটা স্টেবল কয়েনে পরিণত হয়েছে, আপনি চাইলে কু কয়েন বা বাইনান্স এক্সচেঞ্জার ইউজ করে ট্রেডিং এ গিয়ে আপনার ফান্ড প্রথমে ইউএসডিটি করে নেবেন অথবা সরাসরি TRX কেনার অপশন থাকলে TRX কিনে উই ড্র করে আবার পুনরায় ইউএসডিটি করে নিতে পারেন. এতে করে আপনার মাত্র 0.20$ এর মতন খরচ হতে পারে। তবে আমি মনে করি এই পদ্ধতি ফলো করায় সবচেয়ে উত্তম। (এটি শুধু নিজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের জন্য প্রযোজ্য)
তাছাড়া আপনি এই ওয়েবসাইটটি
11 BEST Crypto Exchange with Lowest Fees (2023 List) ফলো করতে পারেন উইথড্র ফি দেখার জন্য।
আর এখান
Top Cryptocurrency Spot Exchanges থেকে যাচাই করে নিতে পারেন কোন একচেঞ্জার কততম রেংকিং এ রয়েছে ।
তবে যেকোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে ওই বিষয়ে খুঁটিনাটি যাচাই করে নিবেন কেননা এফ টি এক্স এর মতন বড় এক্সচেঞ্জার নিমিষেই হারিয়ে গিয়েছে এই কথাটা মনে রাখবেন।