Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 11/01/2023, 06:41:16 UTC
⭐ Merited by hugeblack (1)
সম্প্রতি এফটিএক্স এক্সচেঞ্জার এর ইন্সিডেন্ট এর পর আমি এফটিএক্স এর মতন উইথড্রয়াল  ফি ফ্রি  অন্য কোন এক্সচেঞ্জার খুঁজে পাচ্ছি না আপনাদের কারো এফটিএক্স এক্সচেঞ্জারের মতন লো উইথড্রয়াল  ব্যবস্থা রয়েছে এমন কোন বিশ্বস্ত এক্সচেঞ্জারের নাম জানা থাকলে আমাকে দয়া করে সাজেস্ট করুন।
আপনি কি কাজের জন্য লো উইথড্র ফি বিশিষ্ট এক্সচেঞ্জ ব্যবহার করতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করে বলা উচিত ছিল। আমার জানামতে একটি এক্সচেঞ্জ যা উইথড্র ফি অনেক কম। তবে উইথড্র করতে হবে Ripple(XRP) কারেন্সিতে। আপনি যদি এরকম শর্তে রাজি থাকেন তবে xt.com এক্সচেঞ্জে রিপল উইথড্র করতে মাত্র 0.1 XRP লাগে তবে মিনিমাম উইথড্র 25 XRP . তবে বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন কারেন্সিতে উইথড্র ফি একেক রকম থাকে । কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোতে লাইট কয়েন খুব কম পরিমাণে ফি কাটে, আবার কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোতে tron খুব কম পরিমাণে ফি কাটে, কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোতে ইউএসডিটি(USDT) কম পরিমাণে কাটে, আবার কিছু কিছু এক্সচেঞ্জ আছে যেগুলোতে বিটিসি খুব কম পরিমাণে কাটে। তবে সকল এক্সচেঞ্জে ERC20 based network  টোকেন উইথড্র দিলে অনেক বেশি পরিমাণে উইথড্র ফি দিতে হয়। তবে এ সকল ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক পরিবর্তন করে নিতে হবে যেমন BSC(Bep20) , TRC20, ERC20, Polygon, solana, XRP, avalanche ইত্যাদি পরিবর্তন করে ফ্রী এর পরিমাণ যাচাই-বাছাই করে নিতে হবে।