সুম্পূর্ণ পৃথিবীতে প্রায় 420 মিলিয়ন crypto ব্যাবহার করি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 41.5 মিলিয়ন ব্যাবহার করি রয়েছে। এটা বাংলাদেশী হিসাবে গর্বের বিষয় । বাংলাদেশ এ তার মোট জনসখ্যার 39.79% জনগন কোনো না কোনো ভাবে crypto এর সাথে জড়িত আছে এবং গুগল এর রাঙ্কিং অনুযায়ী যে দেশ গুলো crypto এর সাথে যুক্ত আছে তার মধ্যে রাঙ্কিং এ বাংলাদেশ 13 নম্বর এ অবস্থান করে নিয়েছে ।।।
খুবই ইন্টারেস্টিং খবর এ সম্পর্কে আমি এখন পর্যন্ত অবগত ছিলাম না ।কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশ এর সরকার এখনো এই বিষয়ে কোনো পজেটিভ সিগন্যাল দেয়নি কিছুদিন আগে শুনতেছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে ক্রিপ্টো কারেন্সি হোল্ডিং করা কোন অপরাধ নয় আবার এখন দেখা যাচ্ছে যে এটির সকল প্রকার ট্রেডিং করলেও সমস্যা করতেছে বিশেষ করে বাইনান্সের পিটুপি থেকে।
আর আপনি দয়া করে আপনার পোষ্টের সোর্সটা একটু সরাসরি লিংক এর মাধ্যমে উপস্থাপন করলে উপকৃত হতাম।
বাংলাদেশ এ crypto অবৈধ হলেও বাংলাদেশ এর অর্থনীতি তে crypto বিনিয়োগ কারীরা অনেক বড় অবদান রেখেছে । যেহেতু বাংলাদেশ থেকে 41.5 মিলিয়ন এর মত crypto ব্যাবহার করি ব্যক্তি আছে । এই হিসাব অনুযায়ী crypto থেকে বাংলাদেশ এর ব্যাবহার করি রা অনেক বড় একটা পরিমাণ এর অর্থ উপার্জন করছে । এর অর্থ উত্তোলন এর জন্য বিভিন্ন লেনদেন করার প্রয়োজন হয়। এই লেনদেন দরুন সরকার অনেক অর্থ crypto থেকে উপার্জন করে। আমার মতে যে যেহেতু বাংলাদেশ এ এত গুলো ব্যাবহার করি রয়েছে । তাই সরকার এর এই বিষয় এ দিকে নজর দাওয়া উচিত।।