Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 14/01/2023, 20:24:43 UTC
সুম্পূর্ণ পৃথিবীতে প্রায় 420 মিলিয়ন crypto ব্যাবহার করি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 41.5 মিলিয়ন ব্যাবহার করি রয়েছে। এটা বাংলাদেশী হিসাবে গর্বের বিষয় । বাংলাদেশ এ তার মোট জনসখ্যার 39.79% জনগন কোনো না কোনো ভাবে crypto এর সাথে জড়িত আছে এবং গুগল এর রাঙ্কিং অনুযায়ী যে দেশ গুলো crypto এর সাথে যুক্ত আছে তার মধ্যে রাঙ্কিং এ বাংলাদেশ 13 নম্বর এ অবস্থান করে নিয়েছে ।।।
বাংলাদেশ আর ক্রিপ্টো? হাসাইলেন মিয়া ভাই। বাংলাদেশে কোন ক্রিপ্টো ব্যবহারকারী নাই। বাংলাদেশ ক্রিপ্ট চিনেনা। এই পেপাল যখন বাংলাদেশে বৈধতা চেয়েছিল তখন দেয় নাই। এখন ফকিরের মত ভিক্ষা চাইয়াও পাই না। অনেক বছর যাবত পেপাল হৈ হই জুম খাওয়াইছে। এখন বাংলাদেশে ক্রিপ্টো অনুমোদন নাই। একদিন আসবে যেদিন আমাদেরকে হায় হায় করে কাঁদতে হবে যে কেন আমরা আগে থেকে ক্রিপ্টো এর অনুমোদন দিলাম না।
কথায় আছে না ভাই, দাঁত থাকতে দাঁত এর মর্যাদা বোঝে না বাঙালি। এইটাই সত্য। আমাদের কে ক্রিপ্ট থেকে বঞ্চিত করে নিজেরা ঠিকই হাজার হাজার কালো টাকা বিটকয়েন এ বানায় ওয়ালেট ভর্তি করে রাখছে। কে এখন কি বলবে? কার কিছু বলার সাহস আছে?
যে দেশ এ সাধারন কারন এ সরকার এর নির্দেশে ছাত্র হত্যা করে গুম করে দেওয়া হয়, সে দেশ এর উন্নতি এর জন্য কথা কে বলবে? ডিজিটাল বাংলাদেশ! একমত ভাই আপনার লগে। পুরাই হাস্যকর। দিন এ ২/৩ ডা কইরা নিউজ আসে, এই মেয়ে এইডা করছে এই পোলা এইডা করছে অনলাইন এ কাজ করে। ক্রিপ্ট তো অনলাইন বিজনেস, তাইলে এইডা করলে সমস্যা ডা কই।
যাই হোক, যা বলছি এই পোস্ট এ হয়ত আমারেও গুম কইরা দিতে পারে। যদি পোস্ট না করি তাইলে দোয়া কইরেন যেন মরার পর জান্নাত পাই।  Grin