Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 16/01/2023, 21:00:46 UTC
সম্প্রতি এফটিএক্স এক্সচেঞ্জার এর ইন্সিডেন্ট এর পর আমি এফটিএক্স এর মতন উইথড্রয়াল  ফি ফ্রি  অন্য কোন এক্সচেঞ্জার খুঁজে পাচ্ছি না আপনাদের কারো এফটিএক্স এক্সচেঞ্জারের মতন লো উইথড্রয়াল  ব্যবস্থা রয়েছে এমন কোন বিশ্বস্ত এক্সচেঞ্জারের নাম জানা থাকলে আমাকে দয়া করে সাজেস্ট করুন।

Huobi এক্সচেঞ্জটি কিছুটা ওমন সার্ভিস প্রদান করতেছিল, কিন্তু ওই এক্সচেঞ্জটিও এখন বিভিন্ন ফডের মধ্যে রয়েছে। আপনি কোন কোন চেইন বেশি ব্যবহার করে বলুন, আমি সহজ মাধ্যমগুলো বলে দিবো। ইতিমধ্যে কোনো ফি ছাড়াই কেমন করে Arbitrum One Chain এ সর্বনিম্ন $১ এর ETH নিতে পারবেন। সেটির উপায় বলে দিয়েছি: https://twitter.com/officialbitbyte/status/1612836291309371395