Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 18/01/2023, 02:53:50 UTC
জুয়া খেলা বা ব্যাটিং করা বাংলাদেশে অনেক আগে থেকেই অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন আসছে ক্রিপ্টো কারেন্সি এর কথা। ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করার কথা অনুৎসাহিত করা হয়েছে এবং কোন কোন জায়গায় উল্লেখ করা হয়েছে এটা অবৈধ কিন্তু প্রথম আলোর একটা নিউজে প্রকাশ হয়েছে যে বাংলাদেশ ব্যাংক সিআইডিকে একটি চিঠি দিয়ে। যেখানে বলা হয়েছে ক্রিপ্টো কারেন্সির লেনদেন করা কোন অপরাধ নয়। এই তথ্য সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই লিংকটি ক্লিক করে বিস্তারিত দেখুন
এইটা ২৭শে জুলাই এর নিউজ। যেটা প্রথম আলো ফলাও করে প্রচার করেছিল। মুলত সি আই ডি যেভাবে তখন স্ক্যামারদের পিছনে লেগেছিল, আমারও মনে হয়েছে সাধারন ক্রিপ্টো ব্যবহারকারীদেরও ঝামেলায় পরতে হবে। বাংলাদেশ ব্যাংক সেটাই বুঝাতে চেয়েছিল সি আই ডি কে চিঠি দিয়ে কিন্তু কেন জানি এই সংবাদ ছাপার পর ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে বলেন যে তাদের অবস্থান এখনো সেই আগের জায়গায়ই আছে।
Quote
ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
সোর্স- প্রথম আলোর ২৯ জুলাই এর নিউজ, বাংলাদেশ ব্যাংক এর বিবৃতি।

আমাদের দেশে আসলে এইসব নিয়ে স্ট্যান্ডার্ড কোন গাইডলাইন নাই। সি আই ডি কে পাঠানো ওই বিবৃতি থেকে বলা যায় ক্রিপ্টো ব্যবহার অবৈধ নয় কিন্তু আবার পরে বলল ২০১৭ থেকে সরে আসে নাই।