ঢাকা থেকে ৭-৮ বছরের একটি ছেলেকে তুলে নিয়ে যায় বরিশালে এবং মুক্তিপণ হিসেবে বিটকয়েনে পেমেন্ট দাবি করে। না দিলে বাচ্চাকে মেরে ফেলার দাবী করে। গোয়েন্দা সংস্থার তৎপরতায় ছেলেছি ৫ দিন পর উদ্ধার করে তার মায়ের কাছে ফেরৎ দিয়েছেন গোয়েন্দা পুলিশ। এরা এতই খারাপ যে মুক্তিপণ বিটকয়েনের দাবী করে যেটা এদেশে বিটকয়েনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে নতুন আরেকটি মাত্রা যোগ করবে।
যদিও খবর টা ২ বছর এর পুরনো । কিন্তু খবর টা দেখে হতাশ কারন এই সব কারণ এর জন্য হয়তো বা আমরা crypto কোনো প্রকার বৈধতা পাবো না
সূত্রঃ
News