Post
Topic
Board Economics
Re: More Money Problems that Bitcoin Solves
by
tjtonmoy
on 20/01/2023, 19:52:04 UTC
When will they learn that bitcoin may be helpful? What are they waiting for?
They are waiting for the BTC to disappear. They can't allow something they can't control. And BTC being decentralized is their main fear. They have no control over it and they can't track your transaction if you choose not to disclose your information. This is the sole reason why the government is not allowing BTC to be legal in the first place. And to cover up that, they are showing these lame reasons.
I came across a discussion on my local board today and @Little Mouse has a great example on this.
পাবলো এস্কোবার তৎকালীন সময়ে ৩০ বিলিয়ন ডলারের মালিক ছিলেন। কথিত আছে, মেয়ে ম্যানুয়েলা এস্কোবার এর ঠান্ডা দূর করতে তিনি ডলারে আগুন ধরিয়েছিলেন। এডিট- ২ মিলিয়ন ডলার পুড়িয়েছিল। সোর্স

পাবলো এস্কোবার এর ডলার অবশ্যই কালো ছিল। তিনি ছিলেন ইতিহাসের বড় কোকেইন ডিলার। তিনি কিন্তু সব লেনদেনে ডলারই ব্যবহার করেছেন কিংবা স্বর্ন (ধারনা করলাম)। তাই বলে না ডলার নিষিদ্ধ হয়েছিল, না স্বর্ন।
২০০৯ সালে অস্ট্রেলিয়ায় ৩০০+ মিলিয়ন ডলার নগদ জব্দ করা হয়েছিল ড্রাগ ডিলার থেকে, অবশ্যই সেগুলো বিটকয়েন এ লেনদেন হয় নাই।
মুল কথা হচ্ছে, খারাপ কাজকে দূরে সরাতে হবে। বিটকয়েন থাকুক কিংবা অন্য যে কোন কারেন্সি থাকুক বা না থাকুক, এইসব লেনদেন চলতেই থাকবে। কিংবা অবৈধ লেনদেন চলতেই থাকবে। এইখানে বিটকয়েন প্রবলেম না। প্রবলেম অবশ্যই প্রবলেমটা, খারাপ কাজটা।
The translation is somewhat like this:
Pablo Escober owned 30 billion dollars at that time. It is told that, when his daughter Manuela suffered from cold, he burned $2 million in order to keep her warm.  source
All that Pablo Escober had was black money. He was the biggest cocain dealer in the history. He had done all his deals with Dollars or golds. But neither the dollar nor the gold was banned.

In 2009 over $300 million were seized from drug dealers, and obviously they were not Bitcoins.

So the thing is, we need to control criminal activity. Wheater bitcoin exist or other currency, these criminal activity will still continue. Or the illigal transactions. So the Bitcoin is not the problem. The problem is, criminals using it for illegal activites.

So from my understanding from this is, the problem is control. If they can't control something, it's illegal.