ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট গুলা কোথায় পাবো? কেউ হেল্প করবেন পিলিজ??
আমি ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট প্রোমোট করতে চাই। কিন্তু কোথায় কোথায় খুজলে ক্রিপ্টোকারেন্সি প্রোজেক্ট পাওয়া যাবো। কেও হেল্প করবেন পিলিজ।
আপনি বিভিন্ন সার্ভিস বোর্ড এবং সার্ভিস এনাউন্সমেন্ট
(Services, Service Announcements, Announcements (Altcoins), Service Announcements (Altcoins)) থেকে নতুন প্রজেক্ট গুলোকে আপনি সরাসরি আপনার সার্ভিস থ্রেড এর মাধ্যমে আপনার প্রমোশন সার্ভিস অফার করতে পারেন।
তবে প্রজেক্ট প্রমোশন করার কাজ পাওয়া এখন অত্যন্ত কঠিন এবং এখানে প্রচুর প্রতিদ্বন্দ্বী রয়েছে. তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আপনি অলরেডি একটি নেগেটিভ ট্রাস্ট পেয়েছেন তাই আমি মনে করি আপনার জন্য কাজ পাওয়ার সম্ভব না অনেকটাই কম।