Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 29/01/2023, 14:13:35 UTC
আমি আসলে জানতে চাচ্ছি এই সকল সমস্যা এড়ানোর জন্য কি এখন কোন ভালো উপায় আছে?

ভাই, Little Mouse ভাই তো বহুদিন থেকে এই প্লাটফর্ম এ আছেন। উনি যদি সারভিস টা চালু রাখেন তাহলে অনেকের ই সুবিধা হবে। আর আমাদের পরিচিত উনি। আপনি চাইলে ওনার সাথে লেনদেন করতে পারেন। আর কেউ ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম এ ক্রিপ্ট রিসিভ না হওয়া পর্যন্ত আপনাকে ক্যাশ দিবে না এইটা মাথায় রাখবেন। আপনি সেন্ড করার পর তার পর পেমেন্ট পাবেন। যেহেতু Little Mouse ভাই অনেক আগে থেকে কেনা বেচা করেন, সেহেতু এই টা ছাড়া আমি ট্রাস্টেড কোনো অল্টারনেটিভ দেখছি না। কিন্তু ক্রিপ্ট আর টাকা টা যেহেতু আপনার, আপনি নিজে যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন। ডু ইয়র ওন রিসার্স।

Quote
আফসোস বাংলাদেশের যদি  ক্রিপ্টো কারেন্সি  লিগালাইজ করা হতো :"(

স্বপ্নের মধ্যে চিন্তা ভাবনা করলেও এই দেশ এ পেরায় পরবেন। মডার্ন চিন্তা ভাবনা ব্যাতিত কোনো সরকার ক্ষমতাতে থাকলে কোনো দিনও বাংলাদেশ এ ক্রিপ্ট লিগ্যাল হবে না।