Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 29/01/2023, 14:59:44 UTC
⭐ Merited by LDL (1) ,Little Mouse (1)

ভাই আপনি হয়তো আমার কথার উদ্দেশ্যই বুঝেন নাই। আমি তো Little Mouse ভাইয়ের ট্রাস্ট ইস্যু নিয়ে কোন কথা বলছি না আর তার সার্ভিস থ্রেড আমি আরো অনেক আগে ভিজিট  এবং তার ট্রাস্ট সম্পর্কে আমি ভালো করেই জানি।
আমি আসলে যেটি বুঝাতে চেয়েছি যে, ধরেন Little Mouse ভাই এই সার্ভিসটা আবার চালু করল এবং প্রশাসনিক লোক তার সাথে ছদ্মবেশে লেনদেন করল সেখান থেকে তার এড্রেস ট্রেস করল।  ধরেন আমি এখন এই এক্সচেঞ্জ সার্ভিসটা চালু করলাম এখন এ থেকে বাচার উপায় হিসেবে আমি কোন ওয়েটা ধরতে পারি । এটা আমি তার কাছে জানতে চেয়েছি, আর এই পরামর্শ চাওয়াটাও আমার ব্যক্তিগত রিসার্চ এর অন্তর্ভুক্ত।  Smiley


জি ভাই আমিও ওইটাই বললাম যে ওনার সাথে ট্রাস্ট নিয়ে কোনো ইস্যু হবে না। কিন্তু আপনি যা বুঝাতে চেয়েছেন তা এইবার আমি বুঝতে পেরেছি। আসলেই একটা জটীল বিষয়। অনেক্ষণ বিষয় টা নিয়ে চিন্তা ভাবনা করলাম এবং একটা আইডিয়া পাইছি। ডিজিটাল লেনদেন এর মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো সহজে ট্র‍্যাক করা সম্ভব। তবে ফিজিক্যাল লেনদেন এ অনেক কঠিন। ড্রপ এ্যান্ড পিক বিষয় টা সম্পর্কে ধারনা আছে আপনার?
ভাবতে ভাবতে ভাই ড্রাগ ডিলার দের জগতে চলে গেছিলাম।
বিষয় টা এমন যে, আমি আপনার থেকে ক্রিপ্ট নিলাম এবং আপনাকে বললাম যে আপনার প্রাপ্য টাকা টা অমুক জায়গায় রাখা আছে জেয়ে সংগ্রহ করে নেন। টাকা রাখার আগে কখনও বলা যাবে না অমুক জায়গায় আসেন। টাকা র‍্যানডম জায়গায় রেখে তারপর জানাইতে হবে টাকা টা কোথায়। অ্যামাউন্ট বেশি হলে এইভাবে লেনদেন করলেই মনে হয় বেটার হবে।

ক্রিপ্ট টাই যখন লিগ্যাল না তাহলে এর লেন দেন ও লিগ্যাল ভাবে সম্ভব না। এর থেকে ভাল আইডিয়া আর পেলাম না। লেন্থি প্রসেস কিন্তু কার্যকরি।

[ মজা করে বললাম ভাই, সিরিয়াসলি নিয়েন না বিষয় টা আবার। ]