Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 30/01/2023, 03:38:13 UTC
⭐ Merited by Little Mouse (1)

নোটিশ
সম্প্রতি বিনান্স কর্তৃপক্ষ থেকে এই নোটিশটি P2P লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য কি দেওয়া হয়েছে। যদিও আমি প্রথম থেকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক দিয়ে তারপর রিলিজ।
Quote
সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, পেমেন্ট গেটওয়ে এবং ই-ওয়ালেট এর অফিসিয়াল SMS চ্যানেল থেকে পেমেন্টের ভুয়া SMS দেওয়া বেড়ে গেছে। আমরা সন্দেহ করছি, অফিশিয়াল প্লাটফর্মের SMS চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে এবং ইউজারদের ভুয়া SMS দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে।

যে SMS গুলো আপনার পাচ্ছেন সেগুলোর উপরেই নির্ভর করবেন না। ক্রিপ্টো রিলিজ করার পূর্বে ভাল ভাবে আপনার একাউন্ট চেক করে নিবেন যে আপনি আপনার পেমেন্ট পেয়েছেন কি না। কোন প্রকার সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত কাস্টোমার সাপোর্টে রিপোর্ট করুন।
সোর্স: বিনান্স এক্সেঞ্জার থেকে প্রাপ্ত
একদম সত্য কথা ভাই, আমি আমার জীবনের সবচেয়ে বড় বোকামি ও প্রতারণার শিকার হয়েছি শুধুমাত্র মেসেজ চেক না করার কারণে। এখানে আমি আমাকেই সবচেয়ে বেশি দোষী সাব্যস্ত করি কেননা আমি যদি আমার নগদ ব্যক্তিগত ওয়ালেট চেক করে টাকা আসছে কিনা শিওর হয়ে ডলার রিলিজ করে দিতাম তাহলে আমি এত বড় প্রতারণার শিকার হতাম না। কিন্তু আমি মেসেজ আসছে এবং সিওর টাকা পাঠিয়েছে এই ভেবে চেক না করে ডলার রিলিজ করে দিয়েছিলাম।
আমি উপরের কথাগুলো বলার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা বাইনান্স পি টু পি নতুনে ট্রেড করতে যাবেন তারা খুব ভালোভাবে খেয়াল করে নিবেন যাতে আপনারা প্রতারণার শিকার না হন।
আরেকটি বিষয় হল যারা দু চারটা ট্রেড কমপ্লিট করেছে তাদের সাথে আপনারা লেনদেন করবেন না কারণ তারা দু ধরনের স্কামিং করতে পারে, প্রথমত তারা আপনার ডলার মেরে দিতে পারে অথবা তারা আইনের লোক হয়ে আপনার ডাটা/ব্যক্তিগত ইনফরমেশন ট্যাগ করে আপনার পর্যন্ত পৌঁছে আসতে পারে।
সবচেয়ে ভালো উপায় হবে আপনার পরিচিত যদি কেউ ডলার কেনাবেচার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে ফেস টু ফেস লেনদেন করা। যদিও এক্ষেত্রে আপনাকে বাইনান্স রেট থেকে কিছুটা কম রেটে ডলার বাই সেল করতে হবে। যদি রিক্স কম থাকে তাহলে একটু কম হলেও লেনদেন করা ভালো বলে মনে হয়।