কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়-
contact@coinalap.com অথবা টেলিগ্রাম- @coinalap_admin
যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।