লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
আপনার সাথে সরাসরি যোগাযোগ করার আগে কিছু কথা সবার সাথে বলতে চাই। এতে অনেক আগ্রহীরা জয়েন হওয়ার আগে বিষয় গুলো সম্পর্কে ধারনা পাবে। নিউজ গুলো কি বাংলায় হবে নাকি ইংরেজী তে? কাজ এর ধরন টা কি? এবং কতটুকু সময় দিতে হবে?
আপনি একটি পোস্ট এ ডিটেইলস গুলো এবং রিকয়ারমেন্ট সাজিয়ে দিলে হয়ত আপনার ও সময় বাঁচবে এবং ডিটেইল জানলে আমরাও কোন পদ এ কাজ করতে আগ্রহী তা আপনাকে সরাসরি জানাতে পারব। আশা করি বিষয় টা বুঝতে পারবেন।
আর যেহেতু বাংলাদেশ এ ক্রিপ্ট লিগাল না এখন ও, ভবিষ্যতে কোনো আইনি ঝামেলা হবে কি না?