Post
Topic
Board Other languages/locations
Merits 8 from 2 users
জানুয়ারি মাসের পোস্ট+ মেরিট এক্টিভিটি
by
Crypto Library
on 02/02/2023, 19:46:43 UTC
⭐ Merited by Little Mouse (4) ,DdmrDdmr (4)
২০২২ সালের তুলনায় ২০২৩ সালের শুরুটা একটু ভালই হয়েছে এ মাসে টোটাল পোস্ট এবং মেরিট গত বছরের জানুয়ারি মাসে থেকে বেশি রয়েছে তাছাড়া ২০২২ সালে ডিসেম্বরের থেকেও সব দিক থেকেই এগিয়ে রয়েছে শুধু একটি মাত্র হ্রাস পেয়েছে।

আশা করা যায় এই ধারাবাহিকতা  অটল থাকবে এবং ধীরে ধীরে বাড়বে।

২০২৩ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ১৩৭টি

                 এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ২১টি

২০২২ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট ছিল= ৭৯টি

              এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ৭টি

এবং গত ডিসেম্বর মাসে টোটাল পোস্ট ছিল= ৯৫টি

           এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ২২টি



প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]


২০২২ সালের বাংলাদেশ থ্রেডের মেরিট এবং পোস
সমগ্র তথ্য সমূহ Ninjastic.Space->TryNinja এবং Merit Dashboard->DdmrDdmr. থেকে নেওয়া হয়েছে