এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট গত বুলরানে ক্রিয়েট করা হইছে এইটা জানি। বিএসসি টোকেন ক্রিয়েট করে বিভিন্ন ইউটুবার আর ক্রিপ্ত গ্রুপ দিয়ে পাম্প করিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করেছে এবং তাদের মুখের উপর টোকেন ক্রিয়েটর তাদের হাতে থাকা টোকেন ডাম্প করেছে। খুবই সহজ স্ক্যাম মেথড কিন্তু বাংলাদেশের কিছু অবুঝ পোলাপাইন যাই দেখে স্বর্ন মনে করে, বিশেষ করে শিবা ইনুর পাম্পের পর থেকে। কোনরকম এনালাইসিস ছাড়াই আজেবাজে সব কয়েন ক্রয় করে।
আপনি হঠাত এই প্রশ্ন? কোন প্রজেক্ট নিয়ে আসবেন নাকি? অনেকদিন গায়েব ছিলেন, এতদিন কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন

কিডিং।
স্যার আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি। যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে। কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।