Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Pffrt
on 12/02/2023, 13:27:25 UTC
আপনিও সেই একই অপরাধ করেছেন। আপনারা দয়াকরে কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। হঠাৎ করে আপনারা বাংলাদেশ বোর্ডে এসে হুবহু কপি পেস্ট করে বাংলাদেশ ল্যাঙ্গয়েজ বোর্ডকে কলুষিত করবেন না।পারলে আপনি যা নিজে জানেন তাই এখানে শেয়ার করার চেষ্টা করুন।অন্যের ইনফরমেশন কপি করে পোস্ট করলে হয়তো আমরা এখানে ক্ষমা করে দিলেও কিন্তু অন্য কোন স্থানে আপনার পোস্টের জন্য ক্ষমা নাও পেতে পারেন। তাই বাংলাদেশ বোর্ডের জনপ্রিয়তা কমে যায় এরূপ কর্মকান্ড থেকে বিরত থাকুন। আপনি দয়া করে আপনার পোস্টের উৎস আপনার পোস্টের নিয়ে যোগ করে দিন।
আপনার পোস্টের উৎস: বিশ্বের সচল মুদ্রাগুলো
এইরকম দেখলেই রিপোর্ট করবেন। ব্যান খাবে। অন্যরা দেখে অন্তত শিক্ষা পাবে, কপি পেস্টের চিন্তা করবে না। মেরিট সিস্টেম আসার পর থেকে এইসব একদম কমন হয়ে গেছে। মানুষ মেরিট পাওয়ায় জন্য কত চেষ্টাই না করছে। #স্যাড_মেরিট_লাইফ