Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 13/02/2023, 21:23:35 UTC
পেপাল নিয়ে বাংলাদেশের কি অবস্থা ? আমি দেখতেছি গতবছর পেপাল ৬০৪ মিলিয়ন  মানে হাফ বিলিয়ন ডলারের উপরে বিটকয়েন এবং ইথারিয়াম ধারণ করেছিল। এটা পেপালের বার্ষিক একটি প্রতিবেদন থেকে পাওয়া গিয়েছে। ক্রিপ্টো কারেন্সি একসেপ্ট করার পর থেকে তাদের এই অবস্থান হয়েছে। আফসোস বাংলাদেশ পেপাল চালু করতে গিয়ে চালু করেনি।
পেপালের মতন এমন সার্ভিস দেয় এমন আরো কোন প্ল্যাটফর্ম আছে কি ? কেউ ব্যবহার করে থাকলে আমাকে জানাবেন।