খুবই ভালো এবং উপকারী বট। আমার কাছে একটাও মেরিট নেই যে আপনাকে দিব। থাকলে সিনিয়র মেম্বার হতে আপনার যা মেরিট প্রয়োজন দিয়ে দিতাম। কেউ এইরকম ক্লোজ থাকলে বাকি সব মেরিট দিতে আমার ভালো লাগে। আগেও দিয়েছি। কিন্তু এখন আমার মেরিট নাইই একদম।
Bitcoin এতো লাফালাফি করে কি লাভ ! যদি সে ২৫১০০ ক্রস ই করতে না পারে. এই কয়েনটা বানানোই বৃথা 😒 আমার কথা সোজা, হয় ২৫১০০ এর উপর ক্লোজিং কর, না হয় ডাউন যা ১৩০০০ বা ১১ হাজার পর্যন্ত.
হাহাহা। আমিও চাই মার্কেট যত ইচ্ছে ডাউন যাক। কিছু ডলার আছে, তাদের রেখে দিয়েছি শুধু বিটকয়েন ক্রয় করার জন্যই। যদি ১৫ এর নিচে যায় তাহলে ক্রয় করব।