খেলা হবে, খেলা হবে সিলেট vs কুমিল্লা.
আমি সিলেট সাপোর্টার Because Of MASH.
পরপর একার অধিক পোস্ট করবেন না। যদি মনে হয় একাধিক ইনফরমেশন পোস্ট করা দরকার সেক্ষেত্রে আগের পোস্ট এডিট করবেন। আর না হলে অন্য কারো পোস্ট করার জন্য অপেক্ষা করবেন। অন্য কেউ পোস্ট করার পর আপনি পোস্ট করতে পারবেন। তা না হলে আপনার পোস্ট ডিলিট করে দেয়া হবে। এবং এই সামান্য ভুলের জন্য আপনার একাউন্ট ব্যান্ড বা সাসপেন্ড হতে পারে।