Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 16/02/2023, 20:31:11 UTC
~snip
ভাই রুলস গুলো পড়েনিয়ে তারপর পোস্ট করবেন। সেম পোস্ট বার বার এবং একই সাথে তিনটা পোস্ট (স্প্যাম) করা থেকে বিরত থাকুন। আর আপনার পোস্ট করার ধরন দেখে মনে হচ্ছে আপনি সুধু কপি পেস্ট করতেছেন ট্রান্সলেট করে। বাঙ্গালী হইলে নিজের মতো করে লিখে পোস্ট করবেন। আর পোস্ট করার আগে দেখে নিবেন যে বিষয়ে আপনি পোস্ট করছেন তা পূর্বে পোস্ট করা হইছে কি না। মেরিট সম্পর্কে পূর্বে অনেক পোস্ট করা আছে যা আপনার পোস্ট থেকে অধিক গুনে ভালো। নিজের পোস্ট এর মান বাড়ান। আর আপনার পোস্ট এর মুল লক্ষ যদি মেরিট আর্ন করা হয়ে থাকে তাহলে ভাই আপনাকে বলব, মেরিট এর পিছনে ভাগবেন না। এতে করে আপনার নিজের ই ক্ষতি। করো যদি আপনার পোস্ট ভালো লাগে তাহলে সে অবশ্যই মেরিট দিবে।
রুলস পড়ুন, রুলস মেনে পোস্ট করুন। নইলে আইডি রিপোর্ট খেয়ে জাবেন।