Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 17/02/2023, 08:22:57 UTC
BitConnect(2016)
40% মাসিক রিটার্ন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে Bitconnect ২০১৬ সালে পরিচালক Satao Nakamoto নামক এক অজানা লোক জনসাধারণের কাছ থেকে $3.5 বিলিয়ন ডলার পন্জি স্কিম করে। Ethereum এর সহ প্রতিষ্ঠাতা Vitalik buterin এবং যুক্তরাজ্যে সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এত বড় ধরনের প্রতারণার ফাঁদ পাতে।
আপনাকে অনেক ধন্যবাদ এইরকম তথ্যবহুল একটি পোস্ট করার জন্য।
এইখানে সাতাও নাকামোতো বলতে কেউ কি বিটকানেক্ট প্রতিষ্ঠা করেছিল? গুগল বলছে সতীশ কুমবানি বিটকানেক্ট এর প্রতিষ্ঠাতা। আমি খুব বেশি এই ব্যাপারে জানি না। শুধু কার্লোস মাতোসকে চিনি যে বিটকানেক্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থাপন করেছিল। কার্লোস একজন বিনিয়োগকারী ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই তার সেই বিখ্যাত উপস্থাপন সম্পর্কে জানি।
বিটকানে................ক্ট
যারা জানেন না তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি ইতিহাসের এই লিজেন্ডারী মিমস- https://youtu.be/yIL9wLxG01M