💰 Bitcoin Market Update 💰
🟡 মার্কেট যেভাবে নিচে নামতেছে যদি এইভাবেই নামতে থাকে তাহলে $20,300-$20,800 পর্যন্ত নামার পরে বাউন্স করে উপরে উঠে যেতে পরে।
✅ বর্তমানে আপনি USDT ফ্রি রেখে মার্কেট স্ট্যাবল হওয়ার জন্যে অপেক্ষা করতে পারেন।আর যদি $20,300-$20,800 প্রাইসে বিটকয়েন নেমে আসে তাহলে ঐসময় কয়েন কিনা শুরু করবেন।
এই ভাবে কখনও সাজেস্ট করবেন না কোনো কিছু বাই সেল এর বিষয়ে। পরবর্তী তে লস এর শিকার হইলে দোষ আপনার হবে। আপনি কি করবেন বা না করবেন আপনার এসেট দিয়ে ওইটা আপনার ব্যাপার, তবে অন্যকে বলা বা করে নেয়া আপনার কাজ না। নিজের এনালাইসিস ডাটা শেয়ার করতে পারেন যাতে করে অন্যরা তাদের এনালাইসিস এর সাথে কম্পেয়ার করতে পারে। যদি তাদের ডাটা আর আপনার ডাটা তে পার্থক্য না থকে তবে আপনার এনালাইসিস সঠিক হয়েছে বলে আমরা মেনে নেব।
আপনি আপনার ডাটা শেয়ার করবেন, আমরা তা থেকে শিখবো অথবা আপনার কি ভুল ত্রুটি আছে তা শুধরে দেয়ার চেস্টা করব। শেয়ার এর মাধ্যমে জ্ঞান বাড়ে। সুতরাং শিখতে থাকুন, শেখাতে থাকুন। এতে আপনি ও লাভবান হবেন সাথে অন্যরাও লাভবান হবে ইনশাআল্লাহ।