Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 18/02/2023, 14:41:53 UTC
একটা সময় আমার খুব খারাপ লাগত। আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন। যদিও অনেকেই পরিচয় গোপন রাখেন।

তালিকাটা করা উচিত মনে হয়।
1. mdayonliner (Sr member)
2. S_therapist (Sr member)
3. shasan (Hero Member, Legendary soon)
4. Little Mouse (Legendary)
5. Naim027 (Sr member, Potential Hero)
6. Crypto Library (Sr member)

Mahdirakib (Hero Member, ৫০০ মেরিট আর্ন্ড যদিও মেরিট সিস্টেম এর আগে উনার ১০০ মেরিট ছিল।)

আর কেউ কি বাকি আছেন? মনে পড়ছে না।
হ্যাঁ ভাই বাংলাদেশ লোকাল থেকে অনেক বড় বড় আইডি আছে যেগুলা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট করেন না। তারা বিভিন্নভাবে হাইড হয়ে আছেন, তবে আমার মনে হয় তাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অন্ততপক্ষে ফিলিপাইন, ইন্ডিয়া, রাশিয়া, সৌদি আরবিয়া ইত্যাদি লোকালদের মত স্বতন্ত বোর্ড হিসাবে যোগ্য করে গড়ে তোলা। আমাদের বাংলাদেশ থেকে অনেক ইউজার আছে তারা যদি অন্ততপক্ষে সপ্তাহে দুই তিনবার একটিভ হয় তাহলে আমাদের বোর্ডে পোস্ট ও এক্টিভিটি অনেক বেড়ে যাবে। পাকিস্তানের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি, তারাই ইতিমধ্যে পাকিস্তানকে নিজস্ব ও স্বতন্ত্র লোকাল হিসাবে কয়েকবার অ্যাপ্লিকেশন করেছে। তাছাড়া তাদের মধ্যে থেকে অনেকেই DT1, DT2 মেম্বার হিসেবে যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ থেকে যে সকল বড় বড় আইডি আছে তারা যদি সামান্য বাংলাদেশ লোকালকে যত্ন করে তাহলে অচিরেই একদিন রাশিয়ার মতো না হলেও ভারতের মতো স্বতন্ত্র লোকাল হিসেবে যোগ্যতা অর্জন করতে পারবে।
@BitcoinDream
@Little Mouse
@shasan
@Cryto Library
@Review Master
@Tjtonmoy
@mdayonliner
@S_therapist
@Naim027
@Mahdirakib
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল কে বিটকয়েন ফোরামের একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য। আপনাদের একান্ত সহযোগিতায় ইনশাআল্লাহ একদিন আমরা বাঙালিরা বিটকয়েন ফোরামের গুরুত্বপূর্ণ স্থানে রাজত্ব করব।