আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন।
আমিও মেরিট সিস্টেম এরপরেই সিনিয়র মেম্বার হয়েছি। আমার এয়ারড্রপ মেরিট ছিল মাত্র ১০ টা। আমি মেরিট অর্জন করেছি ৩১০ টা এখন পর্যন্ত। তাহলে আমিও নিজের তৈরী করা সিনিয়র মেম্বার। খুব শীঘ্রই আশা করি হিরো মেম্বার হব। অনেকদিন ইনেকটিভ ছিলাম। মোটামুটি এখন ফ্রি। আবার ফোরামে এক্টিভ হব।