Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 19/02/2023, 09:22:07 UTC
কিভাবে ফটো পোস্ট করব ?
Imgur অনেক সময় বাংলাদেশের অনেক আইপিএসপিতে ব্যান থাকে এর ফলে ওয়েবসাইট ব্যবহার করা যায় না বর্তমানে আমি এটি ব্যবহার করতে পারি না।
তবে এর অল্টারনেটিভ হিসেবে: https://postimages.org/https://imgbb.com/ ব্যবহার করতে পারেন।
তারপর ইমেজ আপলোড এর জন্য এরকম ওয়েবসাইটে গিয়ে প্রথমে ইমেজটি আপলোড করুন তারপর ডিরেক্ট লিং কপি করুন নিচে সুবিধার জন্য ছবি দিয়ে দেওয়া হলো।


তারপর লিংকটি কপি করে জাস্ট ফোরামে পেস্ট করবেন তাহলে আর ইমেজ এর জন্য Bbcode ইউজ করতে হবে না তবে উত্তম হবে এটাই বিবি কোড ব্যবহার করে করে ডিরেক্ট লিং কপি করে ইমেজ থেকে রিসাইজ করে তারপরে পোস্ট করা এতে পোস্টটি দেখতে সুন্দর দেখা যায়।
তাছাড়া আরেকটি উপায় আছে আপনি যেকোন ওয়েব ব্রাউজারে গিয়ে যে কোন ইমেজের ইমেজ লিংক কপি করে সহজে BBcode ইউজ করে আপলোড ছাড়াই গুগল থেকে সরাসরি ইমেজ এড করতে পারবেন। যেমন:
1.  
2. তারপর কপি করা লিংক পেস্ট করে ওই লিংকটি সম্পূর্ণ সিলেক্ট করে ছবির মতন ইন্সাট ইমেজ আইকনে  ক্লিক করুন  তারপর প্রিভিউ করে দেখুন তারপর পোস্ট করব,  কাজ সম্পন্ন


চাইলে আমার এই পোস্টটি দেখে আসতে পারেন একটা ইমেজ আছে আলোচনা করেছি  যার সাহায্যে  হট কি ব্যবহার করে  অনেক দ্রুততম সময়ে  ছবি আপলোড করা বা স্ক্রিনশট নিয়ে আপলোড করা  এবং ফোরামের জন্য  ইমেজ লিংক পাবেন।
📸Get quick Image address for posting in forum from Screenshots & +++...📸