Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 19/02/2023, 10:31:16 UTC
ICO তে কিভাবে প্রবেশ কবো?
আইসিও এর যুগ ২০১৬-১৭ সালে শেষ হয়ে গিয়েছে। তখন এমন একটা অবস্থা ছিল মানুষ শুধু ক্রিপ্টোকারেন্সি বললেই হইছে। যত্রতত্র বিনিয়োগ করত। ফান্ডামেন্টালি কোন ধরনের বাছবিচার করতো না। তখন প্রফিটও হত। মার্কেটে নতুন বিনিয়োগকারী বেশি ছিল এবং ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটাই ছিল নতুন। বেশিরভাগ প্রজেক্ট থেকেই মানুষ ভালো প্রফিট বের করতে পারছে। এই ব্যাপারটাকে কিছু অসাধু লোক কাজে লাগায়। আইসিও নিয়ে আসে। বিনিয়োগকৃত টাকা নিয়ে চম্পট মারে। কিংবা তাদের হাতে থাকা সকল কয়েন/টোকেন ডাম্প করে বিনিয়োগকারীদের মুখের উপর।
বর্তমানে, আইসিও সাকসেস রেট খুবই কম। বিনিয়োগ মানেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না বর্তমানে কেউ আইসিওর উপরে আস্থা রাখে বা রাখতে পারছে। আপনার উচিত আইসিওতে বিনিয়োগের দিকে না যাওয়া। এর থেকে ভালো হয় যখন প্রজেক্ট মার্কেটে আসবে তখন বিনিইয়োগ করা।