বরিশাল থেকে ঢাকার বিমান বাংলাদেশের Economy Seat কিভাবে Crypto দিয়ে book করা যায় কেউ কইতে পারেন? Biman-Airlines.com এ ৩০০০ BDT দেখায়। কিন্তু Travala.com দিয়ে Crypto তে book করতে গেলে দেখায় ১০৮ USD. তারা মনে হয় Business Class বেচে। বিমান বাংলাদেশের Economy Seat Crypto দিয়ে কই পাই?
আপনি কি বলদ নাকি বলদ সাজার চেষ্টা করতেছেন? আপনি কি জানেন নাহ যে কোন ক্রিপ্ট বাংলাদেশে অনুমোদিত নয়। সুতরাং বাংলাদেশ থেকে কোন ধরনের কোন পেমেন্ট ক্রিপ্টো দিয়া করতে পারবেন না। এমনকি প্রশাসন যদি জানে যে আপনি ক্রিপ্ত ব্যবহার করেন বা আপনার কাছে ক্রিপ্ট আছে তাহলে তাহারা আইক্কাওয়ালা বাঁশ নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হবে। আমি দুঃখিত এর থেকে ভালো ভাষা খুঁজে পেলাম না।