Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh) (ফ্রি রেফেল) ও Giveaway
by
Mr.corol
on 20/02/2023, 09:11:11 UTC
https://i.postimg.cc/y8Sft3DC/Black-Yellow-Finance-Cryptocurrency-Instagram-Post.png
image Source.


স্বাগতম "Shasan" ভাই কে বাংলা বোর্ডে আরো একজন কে পেলাম নতুন মাইল ফলক তৈরি করেছে "লেগেন্ডারি" হয়েছেন এমন একজন কে, বাংলা বোর্ডে আপ্ননাদেরকে দেখে অনেক ভালো লাগে যে বাংলাদেশিরাও অনেক ভালো কিছু করতে পারে, এভাবে একে অন্যদের সাহাজ্য করে গেলেই পিছিয়ে পরা বাংলাদেশিরা অনবেক এগিয়ে যাবে।

তাই আমি আপনার পোস্টে দেখতে পেলাম আপনি কয়টা বানান ভুল লিখেছেন। যদিও এভাবে আপনাকে ছোট করে বলা উচিত হয়নি। আপনাকে পার্সোনাল মেসেজ দেওয়ার উচিত ছিল। আপনি এরপর থেকে পোস্ট দিলে পোস্টটি দেওয়ার আগে একবার ভালোভাবে পড়ে চেক দিয়ে পোস্ট করবেন। লিজেন্ডারি লেখা বাদ দিয়া আপনি লিগেন্ডারি লিখছেন ।
অনেক লিখবার গিয়ে অনবেক আপনি পোস্টটি এডিট করে যে কয়টা ভুল লেখা আছে শুদ্ধ করে নেন।