তাই আমি আপনার পোস্টে দেখতে পেলাম আপনি কয়টা বানান ভুল লিখেছেন। যদিও এভাবে আপনাকে ছোট করে বলা উচিত হয়নি। আপনাকে পার্সোনাল মেসেজ দেওয়ার উচিত ছিল। আপনি এরপর থেকে পোস্ট দিলে পোস্টটি দেওয়ার আগে একবার ভালোভাবে পড়ে চেক দিয়ে পোস্ট করবেন। লিজেন্ডারি লেখা বাদ দিয়া আপনি লিগেন্ডারি লিখছেন ।
অনেক লিখবার গিয়ে অনবেক আপনি পোস্টটি এডিট করে যে কয়টা ভুল লেখা আছে শুদ্ধ করে নেন।