image Source.স্বাগতম "Shasan" ভাই কে বাংলা বোর্ডে আরো একজন কে পেলাম নতুন মাইল ফলক তৈরি করেছে "লেজেন্ডারি" হয়েছেন এমন একজন কে, বাংলা বোর্ডে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে যে বাংলাদেশিরাও অনেক ভালো কিছু করতে পারে, এভাবে একে অন্যদের সাহায্য করে গেলেই পিছিয়ে পড়া বাংলাদেশিরা অনেক এগিয়ে যাবে।
আপনার কথাটি সত্যি। লেজেন্ডারি হিসেবে পরিচিত হওয়া খুব সুবিধাজনক এবং এতে আরো স্বপ্ন এবং আশা জাগ্রত হয়ে উঠে যে একজন বাংলাদেশির কাজের সফলতা নিশ্চিত হতে পারে। সাথে সাথে তার কাজ থেকে অন্যদেরও উপকৃত হবে এবং তাদেরও সৃষ্টি করতে উৎসাহ জাগ্রত হবে। আপনি সঠিক ভাবে বলেছেন যে বাংলাদেশিরাও সফল হতে পারে এবং একটি সংস্থা বা প্রতিষ্ঠান যেতে পারে দেশের উন্নয়নের পথে সহায়তা করতে।
Welcome "Shasan" Bro, You're the inspiration of many newbies.
