1. Little Mouse মোট পোস্ট 352

এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?
এ বছরে বিটকয়েন কত পাম্প করতে পারে?
বিটকয়েন কত পাম্প করতে পারে এইটা কে নিশ্চিত হয়ে বলতে পারবে? যাই হোক, হাভিং এর আগে আমি ভালো কিছু দেখছি না। হাভিং এর পর আমরা হয়তবা নতুন অল টাইম হাই দেখতে পাবো। একটা কথা বলি, আপনাকে কোট করছি মানে শুধু আপনাকে বলছি না। সবার উদ্দেশ্যেই বলা।
বিটকয়েন কুইক মাকি মেকিং স্কিম না, ২১ দিনে পয়সা ডাবল করার স্কিম ও না। এইটা ফিয়াট মানির এমন একটা বিকল্প যেটা আমাদের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি সমাধান করতে পারে। সেদিক চিন্তা করেই সবাই বিনিয়োগ করা উচিত। আজকে বিটকয়েন ম্যাগাজিন এর একটা টুইট দেখলাম। খুবই ভালো লেগেছে। নিচে শেয়ার দিলাম-
FIX THE MONEY - FIX THE WORLD #Bitcoin
Source