Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 22/02/2023, 17:13:20 UTC
5. shasan মোট পোস্ট 85
ও মোর খোদা! আমি তো বাংলা থ্রেড এ পোস্ট করি না। আর আমি কি না সর্বোচ্চ পাঁচজন পোস্টদাতার মধ্যে একজন। সত্যিই ভাবতে খুবই অবাক লাগে। যাইহোক, বেশ কয়েকজন দেখলাম ইংরেজিতে পোস্ট করেছেন। কারো পোস্টকোড করলাম না। ইতিমধ্যে একজন ইংরেজি থেকে বাংলা রূপান্তর করেছেন। অন্যরাও দয়া করে বাংলায় রূপান্তর করুন এবং ভবিষ্যতে দয়া করে কেউ ইংরেজিতে কোন লেখা লিখবেন না। আর যদি আপনারা লিখেন তাহলে আপনাদেরই লস বেশি হবে কারণ দুদিন আগে বা পরে আপনার পোস্ট ডিলিট হয়ে যাবে।