Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
BountySujon
on 23/02/2023, 04:22:59 UTC
Be Serious About Your Career. Not About Social Life. Don't Be Addicted With Tiktok, Snapchat & With Any Kinds Reels..  হয়তো এখন বেশিরভাগ ছেলেমেয়ে এসব নিয়ে পড়ে থাকে, এসব নষ্টামীতে মেতে থাকে. আসলেই কি আপনার জীবনটা এতটুকুতেই সীমাবদ্ধ ? নিজেকে একবার প্রশ্ন করুন ! এসবই কি সব ? জীবনকে ভালোভাবে সাজাতে হলে আপনাকে এখন পরিশ্রম করে যেতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করে যেতে হবে বাকি জীবনটা সুন্দর ভাবে কাটাতে হলে. ভাই আপনারা যদি না বুজেন কেউ বুজাতে পারবে না. জীবন এতটুকু না ভাই. একটু চোখ খুলে দেখেন যে মোবাইল আমরা আবিষ্কার করছি আজ ওই মোবাইল আমাদের কন্ট্রোল করছে. প্রাণহীন রোবট  বা প্রযুক্তি আজ মানুষকে কন্ট্রোল করে ফেলছে. ভাই এখন এসব হাবিজাবি শো-ওফ এর দুনিয়ায় না গিয়ে নিজের ক্যারিয়ার তৈরী করার জন্যে কাজ করুন. আমরা যদি নিজেদের ঠিকভাবে চালাতে না পারি, সঠিক পথে না নিয়ে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম এর কি অবস্থা হবে ভেবে দেখুন 🫤 তাই আপনাদের প্রতি আহব্বান এসব নষ্টামীতে যাবেন না, নিজের ক্যারিয়ার গঠনে নজর দিন. ভালো সময় আপনারও আসবে. শুধু প্রয়োজন সঠিক ভাবে এগিয়ে যাওয়া, ভূল থেকে শিক্ষা নেয়া এবং অসীম ধর্য্যশক্তি. ইনশাল্লাহ আপনি সফল হবেন ভাই. নিজের উপর বিস্বাস রাখুন. তাই নিজের উপর সম্পূর্ণ আস্থা রেখে এগিয়ে চলুন, আর উপরওয়াল তো আছেই আমাদের পাশে. ইনশাল্লাহ. আমরা পারবোই.. ভেবে দেখুন. দিন শেষে যেন আফসোস না করতে হয়...💚