Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 23/02/2023, 08:01:04 UTC
~snip~
দেখে আনন্দই লাগতেছে যে প্রথম পাঁচ জনের মধ্যে আমার নামটিও রয়েছে। শুরু থেকে বলতে গেলে আমি ছিলাম না , আমার মনে পড়ে আমি যখন 2021 সালের ডিসেম্বরের ৫ তারিখ একাউন্টটি খুলি তারপর Little Mouse, naim027, Dtalk , Pffrt , wtsimis , shasan এনারা খুব ভালোভাবে একটিভ ছিল এবং তা ছাড়া আরও  মেম্বাররা ছিল যারা ভালো ভালো রিসোর্স শেয়ার করেছে । মূলত এদের শেয়ার করার রিসোর্স ছাড়া হয়তো আজকে আমি এ পর্যন্ত এত সহজে আসতে পারতাম না।
আমি জানি ২০২১ সালের আগেও আরো অনেক ভালো ভালো মেম্বারগন ছিলেন তারা এখন ইনএকটিভ হয়ে পড়েছেন। তাদের এক্টিভিটি আবারও ফিরে আসলে হয়তো এ বছর আগের বছরের তুলনায় তিন গুণ পারফরম্যান্স করবে আমাদের এই লোকাল থ্রেড।