Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 23/02/2023, 13:41:25 UTC
যারা এগুলা বলে তারা আসলে ভাই ওই বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
জি ভাই সত্য কথা বলেছেন। আপনার কথার সাথে ১০০% সহমত। আপনি ভাই মেরিটের দিক থেকে এখন সিনিয়র মেম্বার। যদিও অ্যাক্টিভিটির জন্য আপনার আরো অনেক সময় লাগবে। তথাপি যেহেতু মেরিটের দিক থেকে আপনি এখন সিনিয়র মেম্বার তাই আপনাকে সিনিয়র মেম্বার রেঙ্কে পৌঁছানোর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন (অগ্রিম)। আশা করি এভাবেই পোস্ট করতে থাকবেন ফোরাম মেম্বারদের সহযোগিতা করবেন এবং সেই সাথে নিজেও উপকৃত হবেন।