বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ
বাউন্টি এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।
LDL ভাই, যে গতি তে এগোচ্ছেন, অনেক আগে যাবেন ভাই। চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। পরের র্যাংক এ অতি তারাতারি আপনাকে দেখতে পাচ্ছি তাহলে।