ভাবলাম আজ কিছু লিখি। জানা নেই এই বিষয় এ কেউ পোস্ট করেছে কি না, জানলে মেনশন দিয়েন।
আজকের বিষয়ঃ অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার।আমরা কতটুকু এটিকে বিশ্বাস করি এবং দৈনিক জীবনে এর প্রভাব কতটুক তা আসলে বলা কঠিন। তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরাও এর উপর নির্ভর হয়ে পরেছি। জীবন এর মান উন্নয়ন এবং সহজতর করতে যেয়ে আমরা নিজেদের পারসনাল লাইফ কে ঝুকিপুর্ণ করে ফেলেছি। আপনার পারসনাল ইনফরমেশন দিয়ে কত কিছু করা সম্ভব তা হয়ত অনুমান করতে পারবেন না। ইংরেজী তে একটা কথা আছে, "if the right person chooses, he can do anything." যদি কেউ স্কিল সম্পন্ন হয়, তাহলে সে যে কোনো কিছু করতে পারে। এই একি বিষয় খারাপ মানুষ দের ক্ষেত্রেও প্রযজ্য।
আপনার পারসনাল তথ্য আপনি বিনা দিধায় অনলাইনে রেখে দিচ্ছেন। আপনার সাথেও অনেক কিছু হইতে পারে। এক ক্লিকে লগইন, পাসওয়ার্ড বসিয়ে দেওয়া। জীবন কে সহজ করলেও এক নিমিষে অনেক বড় ক্ষতি করতে পারে আপনার।
ডাটা ব্রিচ বা ডাটা লিক, অনেক ভয়ঙ্কর। আর আমরা ক্রিপ্ট তে যুক্ত। আমাদের জন্য এইটা কতটা ক্ষতির তা যারা ক্ষতির শিকার হয়েছে তারাই বুঝে।
বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমার নিজস্ব ওয়ালেট হ্যাক এর কথা উল্লেখ করেছি। Evernote এর ওয়েবসাইটে আমার মেইল এর পাসওয়ার্ড, সিড অ্যাকাউন্টের ডিটেইল সব দেওয়া ছিলো। যার কারনে আমার মেইল এবং একাউন্ট সব হ্যাক হয়ে যায়।
অনেক লস এর শিকার হয়েছি।
অনেকের ধারনা রেপুটেবল কোম্পানি গুলোর সিকিউরিটি অনেক ভালো। ভাই
জনাথন জেমস ১৬ বছর বয়সে নাসা হ্যাক করতে সক্ষম হয়েছিলেন। অনলাইন জগতে কোনোকিছুই সিকিউর না।
পোস্ট টার মূল কথা হচ্ছে নিজের লাইফ অনলাইন এ যতটুকু দেখানো দরকার ওইটুকুই শেয়ার করবেন। জীবন কে সহজ করতে যেয়ে জীবন কে ঝুকি তে ফেলবেন না।
তথ্য গুলো নিজের কাছেই রাখুন। অটো ফিল এর দ্বারা ১০ সেকেন্ড বাচাইতে যেয়ে জীবন এর সুখ হাতছাড়া করবেন না।