Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 26/02/2023, 20:10:57 UTC
দয়া করে আমার প্রশ্নটি আমাকে এত ঘৃণার কারণ হতে দেবেন না বরং মাঝে মাঝে বাস্তববাদীও হতে দিন।
যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?

আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?

যে কোনো কিছুই হইতে পারে যে কোনো সময়। আমরা ভবিষ্যৎ জানি না। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপট এর ভিত্তিতে মনে হয় না বিটকয়েন আর কখনও শূন্যে নেমে আসবে। ২ টা দেশ এ অলরেডি বিটকয়েন লিগ্যাল। সাথে কিছুদিন আগে নিউজ দেখলাম সুইজারল্যান্ড এর প্রাইম মিনিস্টার নাকি দেশের বিভিন্ন শহরে শহরে ঘুরে বিটকয়েন এর বিনিময়ে পন্য সামগ্রী কিনতেছেন। অর্থাৎ এই দেশেও খুব দ্রুত লিগ্যাল হওয়ার সম্ভবনা আছে। তাছাড়া আরও অনেক বড় বড় দেশ এ কারেন্সি হিসেবে ব্যাবহার না হলেও আপনি পন্য কেনা বেচা করতে পারবেন।
এগুলা কেনো গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলি।
আমাদের দেশ এ আমরা বিকাশ, নগদ, রকেট এগুলা সম্পর্কে সবাই জানি। তবে আমরা এইটা কখনও চিন্তা করি না যে এইটা ডিজিটাল মানি/কারেন্সি। জাস্ট অনলাইন প্লাটফর্ম এ একটা নাম্বার দেখাচ্ছে যা অন্যকে দেওয়ার মাধ্যমে আপনি লোকাল টাকা পাচ্ছেন। আমাদের মাঝে এইটার ব্যাবহার কিন্তু এখন অনেক বেশি। দেশের এক কোনা থেকে অন্য কোনা তে আপনি সেকেন্ডের ব্যাবধানে টাকা পাঠাইতে পারতেছেন। এত সহজ।
এখন মনে করেন যে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি এইভাবে টাকা লেনদেন করতেছেন। জি এইটা বিটকয়েন দ্বারা সম্ভব। এত ইউজফুল জিনিশ হুট করে শূন্যে নেমে আসবেনা কখনও।

এখন আপনার ২ নাম্বার প্রশ্নের উত্তর। বিটকয়েন ডিসেন্ট্রালাইজড কয়েন। ট্রেড এর সুবিধার্থে এটিকে ইউ এস ডলার এর সাথে তুলনা করা হয়। তবে ১ বিটকয়েন = ১ বিটকয়েন। এটি যদি আপনি মাথায় রাখেন তাহলে বিটকয়েন কখনও শূন্যে আসবেনা। আর আসলেও এটির ব্যাবহার আগের মতই থাকবে। সুতরাং শূন্যে আসলেও কোনো কিছু হবে না। জাস্ট ট্রেদ মার্কেট এ ক্ষতি হবে।

আশা করি আপনার ৩য় নাম্বারের জবাব ও আপনি আগের কথা গুলোতে খুজে পাবেন।

যদি কোনো প্রশ্ন থাকে জানাইতে পারেন।