এখানে কেউ 1xbit এ বেটিং করেন। কিছু ব্যাপারে সাহায্য লাগবে।
1×bit বেটিং সাইটে যারা সিগনেচার ক্যাম্পেইন করে তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা চাইতে পারেন। কিন্তু সাবধান আপনি 1×bit কেসিনো ও বেটিং সাইটের প্রশংসা করে কোন টপিক খুলবেন না। এতে যদি JollyGod এর নজরে পড়ে যায় তাহলে আপনাকে নিরচিত রেড ট্যাগ মেরে দিবে। কেননা 1×bit সিগনেচার ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে লাল গহনা পরিয়ে দিয়েছে। আপনি যদি তাদের বিস্তারিত অবস্থা দেখতে চান তাহলে নিচের সিগনেচার ক্যাম্পেইন থ্রেডে গিয়ে ঘুরে আসতে পারেন।
1xbit.com signature campaign (over)