আমরা যারা ছোট আইডি আছি , আমরা কিভাবে Merit নিতে পারব আমাদের আইডিতে । সেটা যদি কেউ বলতেন তাহলে অনেক ভালো হতো আমাদের
এখানে কেউ 1xbit এ বেটিং করেন। কিছু ব্যাপারে সাহায্য লাগবে।
কেউ বলেন, Payoneer BD ব্যাংকের রেট কত?
আপনারা যারা এক লাইনে পোস্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দু-তিন লাইনের মধ্যে আপনাদের পোষ্টের দৈর্ঘ্য রাখুন। বিশেষ করে আপনারা যদি মনে করেন এক লাইনে পোস্ট করলে আপনাদের পোস্টও বাড়লো এবং অ্যাক্টিভিটি বৃদ্ধি বাড়লো। কিন্তু এটা তো শুধু হল আপনাদের ব্যক্তিগত লাভ কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ লোকালের পু***** মারা গেল। বিশেষ করে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ লোকালে হয়তো গ্লোবালের কোন মোডারেটর এবং বড় বড় সিনিয়র পারসনরা ঘুরতে আসে না। তারা কিন্তু সব সময় আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে ঘোরাঘুরি করে এবং তারা পোষ্ট কোয়ালিটি জাস্টিফাই করে ফোরামের কোয়ালিটি অনুযায়ী বিচার করে। আমরা যদি নিজস্ব লোকাল বোর্ডের জন্য স্বতন্ত্রভাবে অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের এই এক লাইন পোষ্টের জন্য জবাবদিহি করতে হবে এবং একাধিক অভিযোগ পত্র আমাদের বাংলাদেশ লোকালের বিপরীতে জমা হবে। বিশেষ করে আপনারা যদি এটা নিয়ে বিস্তারিত দেখতে চান তাহলে নিচের লিংকে গিয়ে অন্যরা কি বলেছে সেটা আপনারা ভালোভাবে পড়তে পারেন। আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ বোর্ড এর আগে স্বতন্ত্র বোর্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু শুধুমাত্র এক লাইন শিট পোস্টার এর জন্য ব্যাপকভাবে সমালোচিত হয় । তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি আপনারা আপনাদের পোষ্টের আকার একটু দীর্ঘ করুন।
বাংলাদেশের নিজস্ব sub-forum এর আবেদনতারা যে ভেটু দিয়েছে তার প্রমাণ
https://bitcointalk.org/index.php?topic=4455886.msg39892202#msg39892202