অনেক সময় এক লাইনের একটা পোষ্ট ও কিনতু অনেক উপকারী হতে পারে। এটা কিন্তু কাউন্টার করে উত্তর দেই নি
এমন পোস্ট করা উচিত নয় যা অন্যের খারাপ লাগবে। তবে যদি কোন ব্যক্তি দোষী হয় তার বিরুদ্ধে কোন পোস্ট করলে সেটা অন্য কথা। এছাড়া অন্য কোন ক্ষেত্রে সেই সকল পোস্ট করতে হবে বা করা উচিত যেগুলো অন্যের ভাল লাগে বা অন্য কারো উপকারে আসে। এক লাইনে পোস্ট করলে সেগুলো অনেক ভালো পোস্ট হতে পারে কথা সত্য। কিন্তু এর আগে আমি একটা পোস্ট দেখলাম এখন সেটা কোট করতে যাচ্ছি না বা খুঁজতে যাচ্ছি না। যে পোস্টগুলো কোট করেছেন সে পোস্টগুলো মোটেও ভালো মানের ছিল না। বরং সেগুলো ছিল স্প্যাম কুয়ালিটির। ওই ধরনের পোস্ট করা মোটে উচিত নয়।