বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির লেনদেন বা সংরক্ষণ করা বেআইনি। যেহেতু ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না, সেজন্য এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতিও থাকে না।
বিটকয়েন ডিসেন্ট্রালাইজড। আপনি সিকিউর ভাবে রাখতে পারলে তা কেউ জানবে না। নিউজ টা অনেক পুরোনো তবে এখনও কার্যকর করা আছে। ভবিষ্যৎ এ কি করবে কে জানে।
যেহেতু বিটকয়েন লং টার্ম এর জন্য বেস্ট, আমার মত এ যতদিন এ দেশ এ লিগ্যাল না হয়, হোল্ড করাই ভালো। প্রাইভেট ওয়ালেট এ রাখেন আর বিষয় টা নিজের কাছেই রাখবেন। দেখাযাক আমাদের সরকার কি উদ্যোগ নেয় এই বিষয়ে। মনে হয় না কোনো দিন হবে।