Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 03/03/2023, 14:06:01 UTC


@Review Master
Congratulations to promote new Rank Sr Member.
আজ পবিত্র জুমা মোবারক বার ছিল। আজকে আমার সারাদিন কর্ম ব্যস্ততার মাঝে ফোরামে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি। ফোরামে প্রবেশ করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রবেশ করে দেখতে পেলাম Review Master ভাই সাহেব সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। দেখে খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আরো একজন সিনিয়র মেম্বার ভাই পেলাম। কিছুদিন হলো shasan ভাই লিজেন্ডারি মেম্বার র‍্যাঙ্ক অর্জন করেছে, Crypto Library ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন, আজ Review Master ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। এভাবেই বাংলাদেশ ল্যাঙ্গুয়েজের প্রত্যেক সদস্যই নিজস্ব পদমর্যাদা অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডকে এগিয়ে নিয়ে যাক সেই প্রত্যাশাই রইল।