Review Master সিনিয়র মেম্বার হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি ফোরামে এই ধরনের কন্ট্রিবিউশন করতে থাকবেন এবং নিজেকে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে রূপান্তরিত করবেন। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
আর এই বিষয় টা বুঝলাম না! কোনো কারন ছাড়া স্প্যাম পোস্ট করতেছেন কেনো?
উনি হয়তো এই লোগোটা নিজে ডিজাইন করেছেন। তাই আমাদেরকে জানিয়েছেন। লোগোটা অনেক সুন্দর হয়ে কিন্তু উনি এটা কেন পোস্ট করেছেন সেটা বোঝাতে সক্ষম হন নাই।