রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি ,
[/quote]
সকাল সকাল এই রকম একটা পোস্ট দেখে আমি খুবি আনন্দিত। এতে করে আমার কাজ করার মনমানসিকতা আরো ৩ গুণ বেড়ে গেল।
@Crypto Library ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি এই রকম একটি পরিকল্পনা করেছেন। আপনার এই রকম একটা উদ্যোগ আমাদের লোকাল থ্রেডকে আরো অনেক এগিয়ে যাবে। বড় ভাইরা যদি এই রকম গিভওয়ে দেন তাহলে আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। যদিও আমি জয়েন হতে পারব না। তবুও আমি আনন্দিত যে একসময় আমিও জয়েন হওয়ার অভিজ্ঞতা অর্জন করব এবং আমিও গিভওয়ে দিব। তাহলে আমাদের থ্রেডটা অনেক এগিয়ে যাবে।