আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।
জয়েন করলাম ভাই। আশা করি অন্য সবাই জয়েন করবেন। দেখে ভালো লাগতেছে। ঘুমের কারনে সারাদিন অনলাইন এ আসতে পারি নাই। এসেই এইটা দেখে মনটা ভালো হয়ে গেলো। এগিয়ে যান।
আর পরীক্ষা কেমন দিলেন যানাইয়েন। রেজাল্ট এর পর তো তাহলে আরও একটা ট্রিট পাচ্ছি আমরা নাকি? আবার আমাগো ভুলে যাইয়েন না।