আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।
যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।
আপনি যখন কোট করেছেন তখন
এটা কেটে দিছেন তাই কোট ভালো মত আসে নাই। আশা করব পরবর্তীতে যখন কোট করবেন তখন একটু দেখে করবেন। এটাও কিন্তু কপি হিসাবে কাউন্ট হতে পারে কারন আপনি কোট করেন নাই আবার কোড ও করেন নাই। আশা করি গুরুত্ত টা বুঝেচেন।