Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
OnZen
on 06/03/2023, 13:29:01 UTC
রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি , এটি আরো আগে দিতে চেয়েছিলাম কিন্তু সেমিস্টার ফাইনাল এক্সাম এর কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে ।আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।  অংশগ্রহণের জন্য আপনাকে সর্বনিম্ন মেম্বার র‍্যাঙ্ক এবং ১২০ দিনে ১০ টি আর্ন মেরিট থাকতে হবে।
নিচের লিংকে গিয়ে আপনার ইউজার নেম এবং বিটকয়েন এড্রেস দিয়ে এপ্লাই করতে বাদ যাবেন না। সকলকে ধন্যবাদ।



ভাই আপনাকে অনেক অভিনন্দন ।। আপনার রাঙ্কিং আপ এর জন্য আমরা সকল লে আনন্দিত ।।। ভাই এইবার আপনার ট্রিট এ অংশ গ্রহণ করতে পারলাম না।। আশা করছি ইনশাআল্লাহ আপনি নেক্সট টাইম যখন ট্রিট দিবেন তখন অংশগ্রহণ করতে পারবো।।।। আবারো বলছি অনেক অনেক অভিনন্দন ভাই।।।।