Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
tjtonmoy
on 06/03/2023, 17:04:50 UTC
আজ নিউবিদের র‍্যাঙ্ক আপ করানোর একটি সহজ উপায় শেখাতে পোস্ট টা করলাম। একটা কনটেস্ট চলছে পাই বেক করার মত। আগে যারা পিজ্জা বেকিং কনটেস্ট এ জয়েন হয়েছেন তারা হয়ত জানবেন। আপনাকে নিজের কাজ টা নিজে করতে হবে, তবে করতে পারলে একটা ভালো কিছু মেরিট পেতে পারেন।

আমার এন্ট্রিঃ Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧

কিছু মেরিট এর জন্য যারা নেক্সট র‍্যাঙ্ক এ যেতে পারছেন না, তারা এইখানে অংশগ্রহন করে কিছু টা হেড স্টার্ট পেতে পারেন। সাথে উইন হইতে পারলে আলাদা পুরস্কার তো আছেই।
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy