কেমন আছেন সবাই?
আমি আপনাদের সকলের পোস্ট দেখি এবং পড়ি। দেখে খুব ভালো লাগছে যে আমাদের কমিউনিটি এগিয়ে যাচ্ছে। আমি যেই ভুল গুলো করেছি, আশা করি একই ভুল গুলো কেউ করবেন না। আমি কিন্তু ফোরামে কারো কোনো ক্ষতি করি নি কখনো। যদি না যেনে করে থাকি, আমাকে মাফ করবেন। আমি কারো টাকা মেরে দেই নি। তবে নিজের ভুল গুলোর জন্য এতোগুলো ট্যাগ নিয়ে বসে আছি।
অনেকটা লজ্জায় কমিনিটি তে আর পোস্ট করি না। আমি বাংলাদেশ কমিউনিটির নাম ডুবিয়েছি এই চিন্তা থেকে আর লজ্জা থেকে পোস্ট করার সাহস করি নি। তবে মাঝে মধ্যে আপনারা আমাকেও মনে করেন, অনেকে মেনশন করেন, তখন ভেতরে যে কেমন ফিল হয়, সেটা বুঝাতে পারবো না। একটা গান মনে পড়ে যায়,,,,,
আমি ছিলাম তোমাদেরই মাঝে
হেসেছিলাম একসাথে